
চক্র
সংখ্যার একটা সততা আছে
নিজ চরিত্র ও চক্র পূর্ণ করার
আছে তাগিদ ও আহবান
এভাবে ঘুঘু এসে
বার বার খেয়ে যেতে পারে না
মানুষের ঘ্রাণ ও পরান।
পূর্ণ হবে চক্র
ফলপ্রসূ হবে প্রার্থনা আমার
এর ব্যত্যয় হবে না কিছুতেই
আমি না থাকলেও একদিন
আমাদের বসুমতী তার
নৈতিক নীড়ে ফিরে আসবেই।
ইতোমধ্যে হয়তোবা গত হয়ে যাবে
আরো এক ‘পঞ্চাশ বছর’,
হবে আরো কিছু নয়-ছয়
মহাকালের তুলনায়
সে শুধু সংখ্যা মাত্র
তার চেয়ে বেশি কিছু নয়।
ওরে অজ্ঞান আত্মহারার দল
তোরা যে ভেতরে ফাঁপা, অনুর্বর ও দুর্বল।
শুদ্ধকবি আমি, কবি বংশধর
পরীক্ষিত পিরানী,
মনোবাঞ্ছা পূর্ণ হবেই আমার-
যে আমি বহুদিন ধরে
বিলাইতেছি কবিতার বিশুদ্ধ আতর।






অজ্ঞাত এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল