
ফাগুনে এক নতুন রঙ
আজি ফাগুনে হঠাৎ পেলাম তোমায়,
রঙে রঙ তাই ফুল বাতাসে দোলায়।
আজি ফাগুনে এই প্রথম নতুন কোকিল ডাকে,
বসন্ত তাই এলো বুঝি এই স্বপ্ন নদীর বাঁকে।
পলাশ শিমুলের রঙে ধরেছে এই পিপাসু মনে,
বসন্ত বাতাস দোলায় যেন আমায় ক্ষণে ক্ষণে।
আমি তো ছিলাম কোন সে আঁধার পুরে,
আচমকা এক সুবাহ রশ্মি ভরে দিগন্ত জুড়ে।
আমার বুকের অজস্র কথা পেয়েছে তাই প্রাণ,
এই ফাগুনে সুর পেয়েছে আমার নতুন গান।
কথার মালা গেঁথে গেঁথে যাই রঙিন মনের মাঝে,
তুমি এলে তাই মন সেজেছে হলুদ রঙের সাজে।
গুল্ম বিটপ নৃত্য করে তোমার আলাপনে,
আমার মনে রঙ লেগেছে অজানা সন্ধানে।
কত বসন্ত আসে আর যায় কত ফাগুন শেষে,
গ্রীষ্ম আর শৈত্যের কাছে হার মানে অবশেষে।
ফাগুন থাকুক হৃদয় জুড়ে, ফুটুক ফুল সবে,
আবার শুধাই, বন্ধু তুমি কি, আমার ফাগুন হবে?






অজ্ঞাত এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল