নারী দিবসের কথা

‘মা’ থাকে জীবন জুড়ে চিরকাল!
কবরের কাছে মাথা ঠেকে, অশ্রুতে একাকার কতজন
সে মা! সেও এক নারী!
মায়ের কথা মনে করে
পুরুষেরা দীর্ঘ শ্বাস ফেলে না নাকি?
সেটা কি শুধু একটিই দিন?

প্রিয়তমা সেও তো এক নারী!
মন জুড়ে থাকে, দেহের সাথে আত্মা লেপটিয়ে-
যতদিন সে পৃথিবীর বুকে চলতে পারে, নয় কি?
প্রতি প্রহরে মুহূর্তে সে এক বিশ্বস্ত সঙ্গী,
তোমার স্ত্রী সেও তো এক নারী!

কন্যা, প্রতিদিন তোমাকে মনে করিয়ে দেয়
স্নেহ ভালোবাসার অর্থ কি?
প্রাণ জুড়ে থাকে সে কন্যা তোমার হৃদয় অঙ্গনে প্রতিদিন,
সেও তো এক নারী!

তবে আজ কেন একটি বিশেষ দিবস নারীদের মনে করে?
সম্মান দেখানোর ছলে ধার্য করেছ বল-
‘নারী দিবস’ নামের ছলনায়?

নারীকে শেখাচ্ছ কি তারা কতটুকু সম্মান পাবার যোগ্য?
এসেছ নাকি কটাক্ষ করে শেখাতে-
নারী তোমরা কত দুর্বল?
তিন’শ পঁয়ষট্টি দিনের মাঝে আমরা নর,
শুধু একদিন তোমাদের মনে করি।

নারী আছে তোমাদের প্রতি অণুতে পরমাণুতে,
নারীর রক্তই থাবমান তোমাদের শরীরে-
নারী থেকেই জন্ম!
তবে আজ কেন ‘নারী দিবস’-এর ঘটা?
কেন এই মিথ্যা প্রহসন?


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

“জাকিয়া রহমান” এ একটি মন্তব্য

  1. আমার কবিতাখানি প্রকাশ করার জন্যে অসংখ্য ধন্যবাদ।

অজ্ঞাত এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল

Trending