
ঘাট
জলের ঘাটে সেদিন গিয়ে দেখি
কৃষ্ণ চোরা ফোকলা দাঁতে হাসে
কলস দুটি লুকিয়ে রেখে বসি
উলটো স্রোতে ভাসিয়ে দিলো শেষে
কলস দুটি ধরতে গিয়ে দেখি
বুকের নিচে ভীষণ এক ফূটো
সেদিন আমি কলসটাতে লিখি
আমায় বুঝি ভেবেছ খড়কুটো?
এখন থেকে জলের ঘটে গেলে
ভীষণরূপে আমায় যাবে দেখা
সবাই ভাবে রাইকে অবহেলে
দুর-মথুরা পালিয়ে যাবে একা!
এখন থেকে কলস হাতে রাধা
নামবে জলে একাকী নির্ভয়
বৃন্দাবনে কৃষ্ণরূপী বাধা
কখনো আর পাবে না প্রশ্রয়।






Faruk Ahmed Roni এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল