
কবিতার শিরোনাম
এক নিঃশব্দ বিস্ফোরণ,
চারপাশে ছড়িয়ে আছে বিদ্রোহের আগুন,
রাতের নিস্তব্ধতা বুকে ধরে রাখে
এক অজানা সুরের কান্না।
ছায়াগুলো লম্বা হয়ে ছুঁয়েছে রাজপথ,
যেখানে রক্তের দাগ এখনো শুকায়নি।
একটা বিবর্ণ ঝরাপাতা জানে
মাটির কাছে সমর্পণ কতটা বেদনাদার?
মানুষের হৃদয়ও ভাঙে ঠিক তেমনি,
শব্দহীন, অথচ অগ্নিস্ফুলিঙ্গ, প্রবল শব্দে।
জীবন কখনো এনে দাঁড় করায় এমন এক মোড়ে,
যেখানে শব্দেরা বোবা পাথর হয়ে যায়,
ভেঙেপড়ে মন, অনুভূতিরা ডুবে যায়
নীরবতার নীল গহ্বরে
তখন মনে হয় সকল শব্দ, স্পর্শ যেন মূল্যহীন।
এক অদ্ভুত নিয়মে
এই শহরে ভোর হয় প্রতিদিন,
তবু অন্ধকারের নিয়ম বদলায় না,
মানুষরূপী জানোয়ারেরা সভ্যতার মুখোশে
রাতের অন্ধকারে খোঁজে পতিতাসুখ
মেতেওঠে ভোগের উৎসবে!
যে কখনো মিলিয়ে যায় বাতাসে,
কখনো ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতা।
রাত যত গভীর হয়,
সূর্য ওঠার সম্ভাবনাও তত বাড়ে।
হয়তো একদিন শব্দেরা ফিরে আসবে,
অনুভূতিগুলো নতুন করে জাগবে,
হয়তো একদিন নিজেকে আবারও খুঁজে পাবো
কোনো এক কবিতার শিরোনামে!






secret4f2c673ea4 এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল