
আমি এবং সে
আমি আর আমার বিষাদ
আবার দেখা হলো,
জানালার কাচে জমে থাকা
নীরব প্রতিচ্ছবি।
শতাব্দীর গোপন আলয়ে,
লুকিয়ে থাকা আমার বিষাদ
ফিরে আসে অতর্কিতে ।
না বলা শব্দ,
পরিত্যক্ত অনুভূতি,
প্রতিধ্বনিত হয় আমার মাঝে,
আমার অপরিবর্তিত অস্তিত্বে।
রঙের ছটায় আকাশ রাঙে,
শুভ্র ফাল্গুনের অগ্রদূত
বরফ-ফোটা হাসে,
আর বসন্তের প্রতিশ্রুতি
ছড়িয়ে পড়ে বাতাসে।
তবু আমরা,
আমাদের নির্লিপ্ত অস্তিত্ব,
নিঃসঙ্গ ও নীরব।
ফাঁকা দৃষ্টি, মৃত চোখ,
তবু বিদ্ধ করে ওক গাছের হৃদয়,
ভেদ করে রঙের আবরণ,
অবশেষে হারিয়ে যায়
সীমাহীন অন্ধকারে।






secret4f2c673ea4 এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল