বসন্তের চোখে
কালো ফ্রেমে বাঁধা তোমার ওই দৃষ্টি,
যেন দিগন্ত ছুঁয়ে-আসা মেঘের চিঠি।
সাদা পাকা চুলে বাতাস খেলে যায়—
কাশফুলও লজ্জায় একপাশে সরে যায়।
তোমার সেই মুক্ত হাসি, জানো কি, প্রিয়?
তাতে লুকিয়ে আছে আমার প্রতিদিনের স্বপ্নলিপি…
শুধু তাকালে তোমার দিকে চুপিচুপি,
হৃদয়ে বসন্ত নামে চিরন্তন রূপে।
তুমি সেজে ওঠো প্রতিটি ভোরে,
প্রকৃতির কোলাজে ভালোবাসার কোরে।
আমি হারাই তোমার চোখেরই তলে—
যেখানে প্রেম জমে থাকে প্রতিমুহূর্তে ছলে।
তুমি আছো আমার জীবনের প্রতিটি অক্ষরলিপিতে,
একজোড়া চোখে, এক মুখ হাসিতে।
তুমি আছো—তুমি থাকো—এই চাওয়াটুকু,
আর কিছু চাই না,
শুধু তুমি থেকো আমার অনুভবে, একান্ত অনুভবে।






অজ্ঞাত এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল