দৃষ্টিপাত
চোখ কখনো মিথ্যা বলে না ৷
হৃদয়েশ্বরী এতো প্রেমে পড়েছে—
আমি তার উল্লাস দেখেছি ৷
ঐ মেঠোপথে দুরন্তপনা ৷
অব্যক্ত কথাগুলোর জন্য তীব্র আকুতি ৷
কখনো দুঃসাহসিকতা ৷
অপলক চাহনির গহীনে সহস্রাব্দের নীরবতা ।
কি যেনো শত জিজ্ঞাসা?
বালুকাময় সমুদ্র সৈকতে অনুরাগ দেখেছি ৷
কখনো তার অপরূপ সৌন্দর্যের মহিমা ৷
জ্যোৎস্না রাতে পূর্ণিমা চাঁদের সাথে গোপন অভিসার ৷
বিরহের নৃশংস দাবানলে দগ্ধ হৃদয়ের হাহাকার ।
সভ্যতা নির্মাণে অগ্রণী ভূমিকা দেখেছি ৷
আবার কখনো স্পর্ধিত অহংকার ।
কিংবা পরাজয়ের গ্লানিকর মুখচ্ছবি ।
তবুও, তার অদম্য পথচলা ।
দূরে, বহুদূরে…
এক অজানা নৈঃশব্দের জগতে ।
তবে কি, সে অপরাজিতা?
প্রেয়সী’র নম্র স্পর্শে উষ্ণ রক্তে উত্তাল ঢেউ ওঠে ৷
তার প্রাণস্পন্দন আমার সত্তাকে নাড়া দেয় ।
এক স্বর্গীয় অনুভূতি ।
শাশ্বত ভালোবাসা ৷
***********************
দূরত্ব
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
দূর, বহুদূর…
হোক না— শত, হাজার, লক্ষ কিংবা কোটি মাইল দূরত্ব ।
আকাশতো একটাই ।
এ অপার আকাশের রঙ নীল ।
নীলিমায় মিশে আছে তোমার-আমার নীল ভালোবাসা এবং স্বপ্নগুলো ।
আলোর গতির চেয়েও বেশি চোখের পলকের গতি ।
তোমার সংস্পর্শে আসি ।
নীল চোখের চাহনির গভীরতা অনুভব করি ।
এক ঐন্দ্রজালিক প্রসন্নতা ।
আমার অস্তিত্ব জুড়ে তোমার উপস্থিতি ।
যেখানে সুদীপ্ত ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয় গড়ে ওঠে ।
তোমার অনুপ্রেরণা আত্মবিশ্বাসকে শাণিত করে ।
আমাদের অগ্রযাত্রাই দ্যুতিময় পথ দেখাবে আগামী প্রজন্মকে ।
জ্যোৎস্না রাতে দুই জনে হাত ধরে হেঁটে যাই মায়াবী সৈকতে ।
এক ফালি পূর্ণিমা চাঁদ ।
নম্র আলোর ঝলক নিয়ে ঝাঁপিয়ে পড়ে সমুদ্রের বিস্তীর্ণ জলরাশিতে ।
নয়ন ভরে দেখি তাদের শাশ্বত ভালোবাসার উচ্ছ্বাস ।
——————-
ঠিকানা:
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
পিতা: মৃত ডাঃ মোঃ শাহাবুদ্দিন
গ্রাম: মুক্তারপুর
ডাকঘর: পঞ্চসার
উপজেলা: মুন্সীগঞ্জ সদর
জেলা: মুন্সীগঞ্জ
ঢাকা, বাংলাদেশ ।
মুঠোফোন: ০১৭৩২১৮০৭১০






Muhammad Ashraful Alam Sohel এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল