সাহিত্য ও সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলায় ইস্ট লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো কবি আজিজুল আম্বিয়ার নতুন কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” এর মোড়ক উন্মোচন উৎসব। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের সাহিত্য, সাংবাদিকতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন এটিএন বাংলার সিনিয়র প্রডিউসার উর্মি মাজহার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো (উত্তর আমেরিকা সংস্করণ)-এর সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর রহিমা রহমান (চেয়ার ও ফার্স্ট সিটিজেন, নিউহাম কাউন্সিল) এবং মঈন কাদরী (মেয়র, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল)।

অনুষ্ঠানের শুরুতেই কবি আজিজুল আম্বিয়ার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়ায়। ভার্চুয়ালি যুক্ত হন ভারতের কবি শুভাগত দাশ গুপ্ত, কবি ঝুমঝুম ব্যানার্জি, শর্মিলা শো এর পরিচালক সাংবাদিক শর্মিলা মাইতি প্রমূখ। আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও ছড়াকার ময়নূর রহমান বাবুল, ইতিহাসবিদ ফারুক আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা, আব্দুস সাত্তার, সমাজসেবক জালাল উদ্দিন, সাইদুর রহমান রেনু (সাবেক প্রেসিডেন্ট, বিসিসি), কবি এ কে এম আবদুল্লাহ, আহাদ চৌধুরী প্রমুখ। অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও, প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মকিস মনসুর ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শাহীদ আলী, ডেপুটি স্পিকার আহবাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মস্তফা, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনাম,কবি ও লেখক ফারুক আহমেদ রনি, কমিউনিটি নেতা মুস্তাফিজুর রহমান, সমাজ সেবক সারব আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইয়ুথ, আর্ট অ্যান্ড লেইজার কর্মকর্তা এমদাদ তালুকদার, সমাজ সেবক সারব আলী , কবি মাহফুজা রহমান, কবি মুজিবুল হক মনি, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, সমাজ লেবক জিলু খান , সাংবাদিক জামাল খান, কবি শাহ ফয়জুর রহমান, কবি আতাউর রহমান মিলাদ, কবি কাজল রশীদ, কবি মোহাম্মদ মোশাহিদ মিয়া, সাংবাদিক হেনা বেগম, কবি কাবেরী মূখার্জী, কবি আসমা মতিন, কমিউনিটি নেতা আব্দুস সাত্তার . আব্দুল খালিক , জরিপ মিয়া , কবি শিউলি কুদ্দুছ, কবি সালমা বেগম, ফাতেমা লাকি , সালেহ আহমদ , ফাতেমা আক্তার , রিতু দেবনাথ, শিপন মিয়া, মোহা্মদ ফারহান সহ আরও অনেকে।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, সেজুতি চৌধুরী জ্যোতি সহ একাধিক আবৃত্তিশিল্পী। তাঁদের সুনিপুণ উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আবেগময়।

বক্তারা বলেন, “উপমা ভালোবাসার” কাব্যগ্রন্থে শুধু প্রেম নয়, উঠে এসেছে দেশপ্রেম, প্রবাসজীবনের অভিজ্ঞতা, মানবিকতা, ফিলিস্তিন সংকটসহ জীবনের বহুমাত্রিক রূপ। এই আয়োজন কবি আজিজুল আম্বিয়ার সাহিত্যচর্চায় নতুন উদ্দীপনা যোগাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সাহিত্য ও সংস্কৃতির এই উজ্জ্বল মিলনমেলা কবি আজিজুল আম্বিয়ার সাহিত্য যাত্রার এক গৌরবময় নতুন অধ্যায়ের সূচনা করে।

  • সালেহ আহমদ, লন্ডন


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

“পূর্ব লন্ডনে কবি আজিজুল আম্বিয়ার “উপমা ভালোবাসার” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব” এ একটি মন্তব্য

  1. শুভ সকাল!
    একটি সুন্দর আয়োজন । এ মহতী অনুষ্ঠানে উপস্থিত সকল গুণীজনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি । সকলে ভালো থাকবেন ।

Muhammad Ashraful Alam Sohel এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল

Trending