শিকড় সাহিত্য পত্রিকা তার গৌরবময় যাত্রার পঁচিশটি বছর অতিক্রম করেছে। যদিও রজত জয়ন্তী উদযাপন আমরা সময়মতো সম্পন্ন করতে পারিনি, তবুও সাহিত্যপ্রেমী ও পাঠকদের প্রতি আমাদের দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই শুরু হয়েছে বছরব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়ন।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে শিকড় সাহিত্য ফোরাম এবং গ্লোবাল পয়েট ও পয়েট্রির যৌথ উদ্যোগে আগামী ১৪ মে, বুধবার, বিকেল ৭টা থেকে পূর্বলন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেনের প্রিন্সলেট স্ট্রীটে অবস্থিত দর্পণ বুকক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য কবিতা সন্ধ্যা।

এই আয়োজনে মুখোমুখি হবেন বাংলা ও ইংরেজি ভাষার মূলধারার কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে গড়ে উঠবে একটি আন্তভাষিক ও আন্তসংস্কৃতিক সাহিত্য আসর।

শিকড় শুধু একটি সাহিত্যপত্রিকাই নয়, বরং এটি একটি চলমান সাহিত্য আন্দোলনের রূপ ধারণ করেছে যার লক্ষ্য সাহিত্যকে কেন্দ্র করে একটি সর্বজনীন, মুক্ত ও বহুধা অভিব্যক্তির প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, কবিতা কেবল শব্দের খেলা নয়, বরং তা একটি সময়ের, একটি জাতিসত্তা ও অনুভব- অনুভূতির প্রতিবিম্ব।

শিকড় সাহিত্য পত্রিকা ও ফোরামের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সকল কবি, সাহিত্যপ্রেমীদের উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

যোগাযোগ:
email: shikor25th@gmail.com
http://www.shikor25th.co.uk
http://www.globalpoetandpoetry.com


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

“শিকড় সাহিত্য পত্রিকার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কবিতা সন্ধ্যার আয়োজন” এ একটি মন্তব্য

  1. শুভ সকাল ! এ মহতী অনুষ্ঠানের সাফল্য কামনা করছি । সকলে ভালো থাকবেন ।

Muhammad Ashraful Alam Sohel এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল

Trending