উলঙ্গ তলোয়ার

কেউ কি কোথাও নেই?
কোথাও জেগে নেই একটি উলঙ্গ তলোয়ার!
সহস্র মায়ের যোনিপথ দিয়ে বের হয়ে এসেছে এইসব ধর্ষক!
আর সাথে করে এনেছে একটা করে উলঙ্গ ধর্ষণফলা।
থেঁতলে চুষে মায়ের কলিজা খা।
আর মায়ের যোনিপথ হাজরে আসওয়াদ নয়,
প্লাবিত উদ্যান: বন্য শুয়োরের দল, ঢুকে যা।
ঢোক। যে পথে তামাম পৃথিবীর কুলাঙ্গার এসেছিস,
ঢুকে নে, সে পথে সহস্র লজ্জার থুতুসহ সকল নিরুপায় রাষ্ট্রকে।
একটা মা শিশুর অতিষ্ঠ রক্তপাতের কান্না,
একটা রাষ্ট্রযন্ত্র সমূলে উৎখাত করা
পার্ল হারবার আক্রমণ থেকে নগণ্য নয়,
জেনে রাখো জিহাদি; জিহাদ হবে উলঙ্গ তলোয়ারে,
আবার একটা যুদ্ধ চাই—
রিকয়েললেস রাইফেল অথবা কোনো আগ্নেয়াস্ত্র
লাগবে না
একটা উলঙ্গ তলোয়ারই যথেষ্ট।
মূকবধির কাকধার্মিক রাষ্ট্র;
রাষ্ট্র, তুমি কি কারো মা, কারও কন্যা অথবা কারও বোন!
আঁচলে আগলে রেখে ফণিমনসা অথবা ওপানসিয়া
কতদিন নিশ্চিন্তে তন্দ্রামগ্ন থাকা যায়!
কতটা মা শিশুর রক্ত চুষে চুষে খেতে চাও দ্য ভ্যাম্পায়ার রাষ্ট্র?
একটা উলঙ্গ, শুধু একটা উলঙ্গ তলোয়ার দিয়ে
এককোপে কেটে দাও একবার প্রকাশ্যে
একটা নরাধমের ধর্ষণপ্রবণ শিশ্ন
যা কোনো মায়ের সৃষ্টির ফসল নয়।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

“তিথি আফরোজ” তে 3 টি মতামত

  1. কালজয়ী রচনা। অত্যন্ত সমসাময়িক। সারা পৃথিবীর এখন গভীরতর অসুখ। সুচেতনারা পথে নামুক হাতে সত্যের মশাল নিয়ে। এই শ্বাসরূদ্ধ জীবন আর সভ্য মানুষের নয়। কবির কলম তীব্র আঘাত হানুক। অত্যাচারীর ছাতি হোক বিদীর্ণ।

    শ্রদ্ধাপূর্বক

    মণীষ চক্রবর্তী

    1. অসম্ভব সুন্দর। অসাধারণ লাগলো। লেখিকাকে শ্রদ্ধা জানাই।

অজ্ঞাত এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল

Trending