আমি আছি শেষ ফলাফল

রক্তের দাগ এখনো শুকায়নি দেখো
তবু ওরা আসে
শিশুর মতো হামাগুড়ি দিয়ে আসে অন্ধকার।
আর
শ্বাসকষ্টে ধুঁকে ধুঁকে বেঁচে থাকে এই বৃক্ষ,
এই মানুষেরা, এই নদী, আকাশ, তোমার আমার পরিচয়।

রক্তের দাগ এখনো শুকায়নি দেখো—
তবু ওরা আসে
রেস্তোরাঁতে কথা হয় টার্মিনাল ছিটকে পড়ে জলে
মাথার ভেতর কড়কড় করে বেজে ওঠে বুটের আওয়াজ।
ঘুমোতে পারি না আমি ঘুম নেই
তন্দ্রায় আচ্ছন্নে কাটে রাত।

শব্দ ওঠে, শব্দ থেমে যায়–পড়ে থাকে শুধু হাহাকার।
মুখ থুবড়ে পড়ে থাকে এ কার লাশ
এ কার লাশ সবুজ আর শ্যামলের গায়ে বেদনার গন্ধ ছড়িয়ে যায়
এ কার লাশ শান্তি শান্তি বলে আজো কাঁদে, পড়ে থাকে
আলের কিনারে, ডোবায়,পথে-পথে, বন্ধ-কোঠায়
নদীতে ভাসে এ কার লাশ?

তবু ওরা আসে
ঘরের বাঁধন কেটে তবু আসে পুরনো ইঁদুর।
প্রতিবাদ ওঠে, প্রতিবাদে ফেটে পড়ে মাটি ও মানুষ
তুমুল তর্কে ফাটে আকাশে আকাশ
গোপন সভায় পাশ হয় অনাস্থা প্রস্তাব।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই
ক্ষোভে-দুঃখে,অভিমানে অসহায় এই মৃত মানুষের মাঝে
আজো বেঁচে আছি কি-না!

আমার ভালো লাগে না
এতো রক্ত আমার ভালো লাগে না
এতো মৃত্যু আমার ভালো লাগে না
এতো প্রতিশ্রুতি,এতো আয়োজন,মিথ্যে প্ররোচনা
আর ভালো লাগে না।

আকাশে নষ্ট চাঁদ।
ঘোলা জ্যোৎস্নার আলোয় এই দেশে আমি কাকে খুঁজি
এ দুঃসময়ে কাকে বলি ভালোবাসা, কাকে বলি প্রিয়তমা প্রেয়সী আমার!
এ দুঃসময়ে কী করে এই মৃত্তিকাকে পরাবো তিলক
কি করে ডাকবো তাকে দেশ-মাতৃকা
রক্তের দাগ এখনো শুকায়নি দেখো
তবু আরো রক্ত চায়, রক্তখেকো জঘন্য মাতাল।

আমি তো আছি, আমি তো আজো রয়ে গেছি শেষ টার্গেট
আমাকে নাও
চুমুকে চুমুকে শুষে নাও শেষ ফলাফল…


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

“ফিরোজ শহীদ” এ একটি মন্তব্য

Faruk Ahmed Roni এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল

Trending