শেখ মুজিবুর রহমান
শে-ষ করতে চাইলেই কী আর শেষ হয়ে যায় সব
কালের স্রোতে রয়ে যায় কিছু নাম,সময়ের কলরব।
খ-রস্রোতা নদীর মতো বহমান তাঁর জীবনের ধারা
বাংলার মাঠে ঘাটে রোপিত উজ্জীবনের চারা
মু-ক্তির অগ্রদূত,জাতির জনক,বাঙালির আত্মপরিচয়
পদ্মা মেঘনার জলে মেশা অভিন্ন হৃদয়,অমর অক্ষয়
জি-য়ন কাঠির স্পর্শে মৃত বৃক্ষেও ফুটে ফুল
সাহস ও সংগ্রামে পথের ঠিকানা,সঠিক ও নির্ভুল
বু-নিয়াদি ভিটায় উড়ছে পতাকা,মুক্ত পাখির ঝাঁক
স্বাধীন বাংলায় এসেছে দেখো নতুন দিনের ডাক
র-ক্তের স্বাক্ষরে অর্জিত এ মাটি,আমাদের বড় প্রিয়
মুক্তির আগুনে বারুদের পথ হেঁটেছিলে যারা,শ্রদ্ধা নিও
র-হস্য ঘোচেনা আজো,কী তাঁর উদ্যত তর্জনীর ভাষা
দাঁড়ায় কাতারে এক কৃষক,শ্রমিক,মজুর,চাষা
হ-তভাগ্য জাতির জমিনে পরাজিত শত্রুরা কলঙ্ক আঁকে
মৃত্যু দিয়ে কী কোনভাবে নিশ্চিহ্ন করা যায় তাঁকে!
মা-নবিক শুদ্ধতায় মাটি আগলে রাখছে শ্রেষ্ঠ সন্তান
কোন সে পাতক যোগ্য পিতার করে না সম্মান!
ন-তশিরে নিত্য করি স্মরণ,কাজে কর্মে শ্রদ্ধায়
বাঙালির প্রাণের স্পন্দনে তিনি আছেন,গভীর ভালোবাসায়






এখানে আপনার মন্তব্য রেখে যান