শেখ মুজিবুর রহমান

শে-ষ করতে চাইলেই কী আর শেষ হয়ে যায় সব
কালের স্রোতে রয়ে যায় কিছু নাম,সময়ের কলরব।

খ-রস্রোতা নদীর মতো বহমান তাঁর জীবনের ধারা
বাংলার মাঠে ঘাটে রোপিত উজ্জীবনের চারা

মু-ক্তির অগ্রদূত,জাতির জনক,বাঙালির আত্মপরিচয়
পদ্মা মেঘনার জলে মেশা অভিন্ন হৃদয়,অমর অক্ষয়

জি-য়ন কাঠির স্পর্শে মৃত বৃক্ষেও ফুটে ফুল
সাহস ও সংগ্রামে পথের ঠিকানা,সঠিক ও নির্ভুল

বু-নিয়াদি ভিটায় উড়ছে পতাকা,মুক্ত পাখির ঝাঁক
স্বাধীন বাংলায় এসেছে দেখো নতুন দিনের ডাক

র-ক্তের স্বাক্ষরে অর্জিত এ মাটি,আমাদের বড় প্রিয়
মুক্তির আগুনে বারুদের পথ হেঁটেছিলে যারা,শ্রদ্ধা নিও

র-হস্য ঘোচেনা আজো,কী তাঁর উদ্যত তর্জনীর ভাষা
দাঁড়ায় কাতারে এক কৃষক,শ্রমিক,মজুর,চাষা

হ-তভাগ্য জাতির জমিনে পরাজিত শত্রুরা কলঙ্ক আঁকে
মৃত্যু দিয়ে কী কোনভাবে নিশ্চিহ্ন করা যায় তাঁকে!

মা-নবিক শুদ্ধতায় মাটি আগলে রাখছে শ্রেষ্ঠ সন্তান
কোন সে পাতক যোগ্য পিতার করে না সম্মান!

ন-তশিরে নিত্য করি স্মরণ,কাজে কর্মে শ্রদ্ধায়
বাঙালির প্রাণের স্পন্দনে তিনি আছেন,গভীর ভালোবাসায়


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

One response to “আতাউর রহমান মিলাদ”

  1. অসাধারণ অ্যাক্রোস্টিক কবিতা।

অজ্ঞাত এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল

Trending