
বিস্মৃত নেউল
হাইপেশিয়ার পর ছড়িয়ে রয়েছে খুনির পাথর
ইতস্তত, কৃপাণের গায়ে জমেছে বল্মীকের পাণ্ডুলিপি।
কী লিখছে উই ইতিহাসে, জ্ঞান, নাকি ধৃতরাষ্ট্র বড়ো!
যদিও অজানা দুপুরে বেড়াটির গায়ে ফুটেছে কলমি
বিস্মৃত নেউল মোরাম পেরিয়ে মিশে গেছে চকিত সবুজে।
তবু হাইপেশিয়া আমাদের মনে শান্তির মতো জেগে ওঠে
মানিকপুকুরে ফোটা চাঁদমালা ফুল তবু আলোচনা করে,
আসছে সন্ধ্যায় তারা পুনরায় আকাশ সাজাবে কিনা!






এখানে আপনার মন্তব্য রেখে যান